19 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দোনেস্কের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল রিয়াল

দোনেস্কের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল রিয়াল

দোনেস্কের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেল রিয়াল

বিএনএ ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে শাখতার দোনেস্কের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার রাতের (২০ অক্টোবর) ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় পায় তারা। দলের দুর্দান্ত এই জয়ে অসাধারণ খেলেছেন লস ব্লাঙ্কোসদের দুই ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোয়েস ।

ম্যাচের প্রথমার্ধে সেরাটা দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। আর গোলটি ছিল আত্মঘাতী। বিরতি থেকে ফিরে দোনেস্কের ওপর আধিপত্য বিস্তার করে রিয়াল। আদায় করে নেয় চার গোল । সেইসঙ্গে নিজেদের গোল পোস্টও অক্ষত রাখে ব্লাঙ্কোসরা।

ম্যাচের ৫১ মিনিটে লুকা মডরিচের দেয়া বল ধরে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ভিনিসিয়াস। পাঁচ মিনিট পরে আবার গোল করেন ব্রাজিলের এই লেফট উইঙ্গার। এবার তার গোলের কারিগর নম্বার নাইন ব্লাঙ্কোস তারকা করিম বেনজেমা।

ওই উদযাপনের রেশ থাকতেই ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন ব্রাজিলের আরেক তরুণ ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস। ব্রাজিলিয়ান সাম্বার নৃত্য দেখিয়ে তাকে গোলে সহায়তা দেন ভিনি। এরপর ম্যাচের যোগ করা সময়ে দলের জয়ের ব্যবধান ৫-০ করেন সদ্য ফ্রান্সের হয়ে নেশনস লিগ জেতা করিম বেনজেমা। দুর্দান্ত জয়ে এল ক্লাসিকোর রিহার্সাল দিলো ব্লাঙ্কোসরা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ