বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে দু’পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫ টায় পুরাতন চান্দগাঁও কাউন্সিলর অফিসের সামনে মোশাররফ গ্রুপের উপর আমিন গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হয় দুজন। ঘটনাস্থলে বাবু নামের একজন নিহত হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী