20 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, থমথমে পরিস্থিতি

রাঙামাটিতে ১৪৪ ধারা জারি, থমথমে পরিস্থিতি


বিএনএ, রাঙামাটি : পার্বত্যচট্টগ্রাম চট্টগ্রামের খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার জের রাঙামাটিতেও ছড়িয়ে পড়লে এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাঙামাটি পার্বত্য জেলা অদ্য ২০.০৯.২০২৪ খ্রিঃ তারিখ শুক্রবার দুপুর ১.০০ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করলাম। এ আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উত্তপ্ত পরিস্থিতিতে পাহাড়ী ও বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, যানবাহন ভাংচুর ও দোকানপাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ১৪৪ ধারা জারি করার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাঙামাটি জেলা জুড়ে।

অন্যদিকে খাগড়াছড়ি পৌর শহরে আইন শৃঙ্খলা  পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি  ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় এ আদেশ জারি করেন।

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, শহরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। এখনো সুনির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, পরিস্থিতি স্বাভাবিক হলে জানা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ