তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলছেন,সম্প্রতি মি. পুতিনের সাথে আলোচনা থেকে তার এই ধারণা তৈরি হয়েছে যে রুশ প্রেসিডেন্ট পুতিন “যত তাড়াতাড়ি সম্ভব এটি (যুদ্ধ) শেষ করতে চান।”তিনি বিশ্বাস করেন এবং এ লক্ষ্যে একটি “উল্লেখযোগ্য পদক্ষেপ” নেয়া হবে বলে তিনি জানান। খবর বিবিসির।
গত সপ্তাহে উজবেকিস্তানে এক শীর্ষ সম্মেলন চলার সময় মি. পুতিনের সাথে তার “ব্যাপক আলোচনা” হয়েছে বলে মি. এরদোয়ান জানান।
মার্কিন টিভি চ্যানেল পিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, রুশ প্রেসিডেন্ট দ্রুত ঐ যুদ্ধের পরিসমাপ্তি চান বলে তার ধারণা।
বিএনএনিউজ২৪,জিএন