30 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - অক্টোবর ১২, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মাছের পোনা বিতরণ

বোয়ালখালীতে মাছের পোনা বিতরণ

বোয়ালখালীতে মাছের পোনা বিতরণ

বিএনএ, বোয়ালখালী : ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় চট্টগ্রামের বোয়ালখালীতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) সকালে উপজেলা মৎস্য অধিপ্তরের উদ্যোগে

উপজেলা পরিষদ চত্বরে পৌরসভা ও সকল ইউনিয়নের ১১২টি জলাশয়ে ২ শত ৬৪ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমরান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, জেলা মৎস্য কার্যালয় কর্মকর্তা বিক্রমজিৎ রায়, অফিস সহকারী প্রকাশ দাশ ও আবু নোমান।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ