Bnanews24.com
Home » জেলের জালে ২০০ কেজির পাখিমাছ
এক নজরে রকমারি সারাদেশ

জেলের জালে ২০০ কেজির পাখিমাছ

পাখি মাছ

বিএনএ পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্য বন্দর মহিপুরে দুলাল মাঝি নামে এক জেলের জালে পড়েছে ২০০ কেজি ওজনের একটি পাখিমাছ বা সেইল ফিস।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মহিপুরের আড়তপট্টিতে মাছটি বিক্রির জন্য নেয়া হলে একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। এর আগে রোববার রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। মাছটির দৈর্ঘ্য সাড়ে ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট।

ব্যবসায়ীরা জানান, উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ৬০ হাজার টাকায় কিনে নেন ‘ভাই ভাই ফিশ’-এর মালিক রিপন নামে এক মাছ ব্যবসায়ী।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এলাকার মানুষ এটিকে পাখিমাছ নামে চিনলেও এটির বৈজ্ঞানিক নাম ‘সেইল ফিশ’। মাছটি খেতে খুব সুস্বাদু হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। তবে স্থানীয় বাজারে এই মাছের তেমন চাহিদা এখনো তৈরি হয়নি। এ মাছ অনেক বেশি পরিমাণে দেখা যায় গভীর সমুদ্রে।

বিএনএনিউজ২৪/ এমএইচ