17 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, আরও ২৭৫ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু পরিস্থিতি, আরও ২৭৫ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গু রোগী

বিএনএ ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৫ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ২১১ জন এবং অন্যান্য বিভাগে ৬৪ জন।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৫ হাজার ৯৭৬ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সেবা ও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ হাজার ৮৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও  বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭২ রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪১ হাসপাতালে ৮৫৭ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ২১৫ জন ভর্তি রয়েছেন। এ সময়ে মোট মৃত্যু হয়েছে ৫৯ জন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ