17 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » আবারও ঘর বেঁধেছেন আলোচিত কণ্ঠশিল্পী ইভা

আবারও ঘর বেঁধেছেন আলোচিত কণ্ঠশিল্পী ইভা

আবারও ঘর বেঁধেছেন আলোচিত কণ্ঠশিল্পী ইভা

বিএনএ ঢাকা: এটি এন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন আলোচিত কণ্ঠশিল্পী ইভা রহমান। তার নতুন বরের নাম সোহেল আরমান। ঢাকার ছেলে তিনি। পেশায় একজন ব্যবসায়ী।

বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ইভা বলেন, গত ১৯ সেপ্টেম্বর তার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এখন থেকে তার নামের শেষে আর রহমান থাকবেনা জানিয়ে এই আলোচিত কণ্ঠশিল্পী বলেন, এখন থেকে তিনি ‘ইভা আরমান’। পাশাপাশি অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করেছেন বলেও জানান তিনি।

ইভা ও তার নতুন স্বামী

এদিকে, নতুন স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করে ইভা রাহমানকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী।

ইভার নতুন বর

উল্লেখ্য, বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা। সেই সুবাদেই চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে পরিচয় হয়। গড়ে ‍উঠে সখ্যতা। শুরু হয় দু’জনের মন দেয়া নেয়া। গাঢ় হতে থাকে প্রেম। অত:পর বিয়েও করেন তারা।বিয়ের পর গায়িকা হিসেবেও আলোচনায় আসেন ইভা। হাসি আনন্দ নিয়ে সুখেই সংসার করে আসছিলেন এই দম্পতি। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশও দেখা গেছে। কিন্তু তাদের দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে। এরপর আবারও নতুন করে সংসার শুরু করলেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ