বিএনএ ডেস্ক : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। তিন দিনব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রোববার(১৯ সেপ্টেম্বর) জালিয়াতি-কারচুপির অভিযোগের মধ্যে দিয়েই শেষ হয় পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটি।
নির্বাচন কমিশন জানিয়েছে,পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ৪৫০ আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ৫টি দল পাঁচ শতাংশের বেশি ভোট পেয়েছে।
বুথফেরত জরিপে দেখা গেছে, পুতিনের ইউনাইটেড রাশিয়া ৪৫ দশমিক ২ শতাংশ, কমিউনিস্ট পাটি ২১ শতাংশ, লিবারেল ডেমোক্র্যাট পার্টি ৮ দশমিক ৬ শতাংশ এবং ফেয়ার রাশিয়া ৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে।
১১টি টাইমজোনের কারণে, নিম্নকক্ষ বা স্টেট দুমার ভোটগ্রহণে লেগেছে তিন দিন। এই তিনদিনে সাড়ে চারশ জনপ্রতিনিধির ভাগ্য নির্ধারণ করেছেন ভোটাররা। এবারও নিজের দলের জয়ের কারণে পুতিনের হাত যে আরও শক্ত হলো তা বলার অপেক্ষা রাখে না।
বিএনএ/ ওজি