32 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহবান

দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের চিকিৎসায় এগিয়ে আসার আহবান

সমন্বয়ক সারজিস আলম

বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঘরে -হাসপাতালে চিকিৎসাধীনদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট ২০১৪) সকালে, আগারওয়ের পঙ্গু হাসপাতালে ভর্তি ১৪০ জন আহতকে দেখতে গিয়ে তিনি এসব বলেন।

এ সময় সারজিস বলেন, আহতরা এখন পর্যন্ত সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না। লাল ফিতার দৌরাত্ম্যে, সরকারি সহায়তায় বিলম্বিত হচ্ছে। তাই দেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

সারজিস আলম আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সাথে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দিবে।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত আহতদের অফিসিয়াল কোনো তালিকা পাইনি। আমরা আশা করি সরকার খুব দ্রুতই তা করবে। এ সময় দ্রুততম সময়ের মধ্যে এই তালিকা করতে নতুন সরকারের স্বাস্থ্য বিভাগকে আহ্বান জানান তিনি।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ