19 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » Women’s World Cup 2023: গোল্ডেন বল ও গ্লাবস পেল যারা

Women’s World Cup 2023: গোল্ডেন বল ও গ্লাবস পেল যারা

Women’s World Cup 2023: গোল্ডেন বল ও গ্লাব পেল যারা

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবল বিশ্বকাপের (FIFA Women’s World Cup Australia & New Zealand 2023) ২০২৩ এর এডিডাস গোল্ডেন গ্লাবস এওয়ার্ড পেয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড় মেরি ইয়ারপস।

অন্যদিকে স্পেনের আইতানা বনমাতি পেয়েছেন গোল্ডেন বল পুরস্কার।

রবিবার(২০ আগস্ট) ফাইনাল খেলা শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে(FIFA Women’s World Cup Australia & New Zealand 2023) ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন। বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যেটির নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ