19 C
আবহাওয়া
৩:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়িচাপায় বাসের হেলপার নিহত

রাজধানীতে গাড়িচাপায় বাসের হেলপার নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় দুই গাড়ির চাপায় মো. সুমন (৩৬) নামে লাল সবুজ পরিবহনের সহকারীর মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় রোববার(২০ আগস্ট) ভোরে মারা যায়। শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী লাল-সবুজ বাসের চালক সামসুল হক বলেন, আমরা রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির কাজ করছিলাম। পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস এসে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে চারটার দিকে সে মারা যায়। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ