25 C
আবহাওয়া
৩:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কোচদের কাছে নিজের দাবি জানালেন হাথুরু

কোচদের কাছে নিজের দাবি জানালেন হাথুরু

হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের অনুশীলনে ছুটি থাকলেও শনিবার (১৯ আগস্ট) ভীষণ কর্মব্যস্ত দিন পার করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শেরেবাংলা স্টেডিয়ামে পুরো দিন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যান্য বিভাগের কোচদের সঙ্গে বৈঠক করে কাটিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল, হাইপারফরম্যান্স বিভাগের ডেভিড হেম্প ও বাংলাদেশ টাইগার্সের জেমি সিডন্স। এ ছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস ও হেড অব প্রোগ্রামস ডেভিড মুর ছিলেন এ বৈঠকে।

বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনাগুলো প্রেজেন্টেশনের মাধ্যমে কোচদের কাছে তুলে ধরেন হাথুরুসিংহে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ও অন্যান্য দলের কোচিংয়ের রূপরেখা যেন একই হয়, সেটা সবার কাছে তুলে ধরাই এ বৈঠকের মূল উদ্দেশ্য।

বৈঠক নিয়ে জালাল ইউনুস বলেন, ‘জাতীয় দল থেকে শুরু করে একদম বয়সভিত্তিক দল পর্যন্ত কোচিং পদ্ধতিটা যেন একই থাকে, সেটা নিয়ে আমরা অনেক দিন ধরেই কাজ করছি। নতুন কয়েকজন কোচ এসেছেন, রিহ্যাব সেন্টারে নতুন ফিজিও এসেছেন। সবার কাছে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরা হয়েছে।’

সভায় মূলত বাংলাদেশ ক্রিকেটের কোচিংয়ের ধরন নিয়ে আলোচনা হয়েছে। ক্রিকেটারদের কীভাবে গড়ে তুলতে হবে, সে ব্যাপারে আলোচনা হয়েছে। সে সঙ্গে জাতীয় দলে কী ধরনের ক্রিকেটার প্রয়োজন সেটাও কোচদের কাছে তুলে ধরেছেন হাথুরু। পেস বোলিং অলরাউন্ডার এবং লেগস্পিনারের অভাবের বিষয়টিও বৈঠকে উঠেছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ