22 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ১২ দিন পরে বিদ্যুৎ ফিরল থানচিতে

১২ দিন পরে বিদ্যুৎ ফিরল থানচিতে


বিএনএ, বান্দরবান : বান্দরবানের থানচিতে ১২ দিন পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলো। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসে বান্দরবানে পাঁচ দিন টানা ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে বিভিন্ন পয়েন্টে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে, আর এর ফলে থানচির সঙ্গে জেলা শহরের সড়ক ব্যবস্থা ভেঙে পড়ে। একই সঙ্গে থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিদ্যুৎ বিতরণ বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জানান, বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতদিন পরিশ্রমের ফলে ১২দিন পর  আজ শনিবার থানচিতে বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ