22 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » মোগাদিসুর হায়াত হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলি : নিহত ১০

মোগাদিসুর হায়াত হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলি : নিহত ১০

মোগাদিশুর হায়াত হোটেলে

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হায়াত হোটেলে পরপর দুটি গাড়ি বোমা হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষনের ঘটনায় কমপক্ষে ১০জন নিহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনী দাবি করেছে। খবর এবিসি নিউজ অস্ট্রেলিয়া।

আহমেদ নামে একজন পুলিশ কর্মকর্তা বলেন, একটি গাড়ি বোমা হোটেলটির দেয়ালের সঙ্গে অপরটি প্রধান গেইটে আঘাত হানার পর বিস্ফোরিত হয়। পরক্ষণে হামলাকারী  আল শাবাব এর সশস্ত্র সদস্যরা হোটেলটিতে প্রবেশ করে রিসিপশানের সামনে গুলি চালায়। এ সব ঘটনায় ১০জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

হামলাকারীরা হোটেলটির ছাদের উপর অবস্থান নিয়েছে।

অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী সংস্থার মালিক আবদুল কাদির আবদুর রহমান জানান, তাদের অ্যাম্বুলেন্স ৯টি মরদেহ বহন করে হাসপাতালে নিয়ে গেছে।

বিএনএনিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ