21 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আক্রান্ত এমপি দিদার

করোনা আক্রান্ত এমপি দিদার

করোনা আক্রান্ত এমপি দিদার

বিএনএ, চট্টগ্রাম : সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনের এমপি দিদারুল আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ কারণে তাঁর বিদেশ যাত্রা স্থগিত আছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, শুক্রবার (২০ আগস্ট) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।কয়েকদিন ধরে এমপির শরীর খারাপ ছিল। গায়ে হালকা জ্বর-মাথা ব্যথা ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সকালে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তার স্ত্রী-সন্তানরাও নমুনা দেন। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

দিদারুল আলম এমপি গণমাধ্যমকে জানান, কয়েকদিন ধরে জ্বর-মাথা ভার হয়ে আসে। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য উপজেলা কমপ্লেক্সে নমুনা দিলে শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।তিনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তা আর সম্ভব হচ্ছে না।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ