18 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ঝিনাইদহে ভন্ড ওঝা’দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

ঝিনাইদহে ভন্ড ওঝা’দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

ঝিনাইদহে ভন্ড ওঝা'দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

বিএনএ ঝিনাইদহ: ওঝার কাছে যাবো না, জীবন আর হারাবো না এই শ্লোগানকে সামনে রেখে  শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ  যুব ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন  অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভন্ড ওঝা’দের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করলে  আর কখনো সমাজে ভন্ড ওঝা’দের ভুল চিকিৎসায় সাপে কাটা রােগীদের মৃত্যু হবে না।এন্টিভেনমের যুগে সাপে কাটা রােগীদের তথাকথিত মন্ত্ৰপড়া ঝাড়-ফুঁক দেওয়া ওঝারা অপরাধী, তাদের ভুল চিকিৎসায় মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুর দায়ভার তাদেরকেই নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, জেলা মহিলা আওয়ালীগের নেত্রী নাসিমা ছিদ্দিকী বুলবুলি, কবি চাঁদ অনিবাণ, মিলন ভাই, সাগর,আকাশ, স্বদেশ, মিঠুন বসু।

বিএনএ/আতিক , ওজি

Loading


শিরোনাম বিএনএ