25 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » স্ট্রোকে কুবি শিক্ষকের মৃত্যু

স্ট্রোকে কুবি শিক্ষকের মৃত্যু


বিএনএ, কুবি: মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা (৩৪) মারা গেছেন।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টা নাগাদ অসুস্থ হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।

শাহ একলিমুর রেজার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। ২০১৭ সালে তিনি কুবিতে পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিএনএ/আদনান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ