বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার বারহাট্টায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুলাই) সাড়ে এগারটার দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার গোড়াউন্দ গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার গোড়াউন্দ গ্রামের মফিজ খানের ছেলে রফিকুল ইসলাম (৫০), সাবুদ আলীর ছেলে রকেনু মিয়া (৫২), মো. জানু মিয়ার ছেলে মোতাহার হোসেন তোফাজ্জল (৩০) ও মো. সোবহান আকন্দের ছেলে আজিজুর রহমান (৩০)।
পুলিশ জানায়, উপজেলার গোড়াউন্দ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মো. আজিজুর রহমান নামের এক ব্যক্তির দোকানের ভেতর জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. সুমন মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে হাতেনাতে জুয়াড়িদের আটক করা হয়।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম/ হাসনাহেনা