বিএনএ, ঢাকা: নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা ডাকা হয়েছে। বুধবার (১৯ জুলাই) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন ৯ জন। এদের মধ্যে সাবেক সচিব সাজ্জাদুল হাসান এবং সাবেক ছাত্রলীগ নেতা শফী আহমেদকে ঘিরে বেশি আলোচনা রয়েছে। এই দুই মনোনয়ন প্রত্যাশীর মধ্যে একজন নৌকা পাবেন বলে মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা।
সংসদ সদস্য রেবেকা মোমিন গত ১১ জুলাই মারা যাওয়ায় ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিএনএনিউজ/বিএম