বিএনএ ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে তৃতীয় ধাপে প্রায় ১৪শ’ বাড়ি উপহার পাচ্ছেন পঞ্চগড়ের মানুষ। জেলায় এখন শতভাগ মানুষের জমিসহ বাড়ি আছে। ফলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড়ের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ জুলাই) তৃতীয় ধাপে মোট ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন পঞ্চগড় ও মাগুরা জেলার সকল উপজেলাসহ ৫২টি উপজেলায় গৃহ হস্তান্তর করা হবে। এর মাধ্যমে পঞ্চগড় ও মাগুরাকে শতভাগ ভূমিহীনমুক্ত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।
পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, উত্তরের এই জনপদে মোট গৃহহীন, ভূমিহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৮৫০টি। আমরা চেষ্টা করেছি যারা প্রকৃত ভূমিহীন ও গৃহহীন যাদের ১ শতক জমিও নাই, এরকম পরিবার খুঁজে বের করতে। এরকম ২ হাজার ৪৩৪টি পরিবার খুঁজে বের করে তাদের জন্য একক ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় জেলাকে বাংলাদেশের প্রথম ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন।
এর আগে, তিন দফায় ১ লাখ ৮৫ হাজার ১২৯টি ঘর পেয়েছেন গৃহহীনরা। প্রকল্পে এ পর্যন্ত বরাদ্দ করা অর্থের পরিমাণ ৪ হাজার ২৮ কোটি ৯৬ লাখ টাকা। যারা ঘর পাচ্ছেন তাদের জীবনেও যেন সীমাহীন আনন্দ।
বিএনএ/ এ আর