Bnanews24.com
Home » চট্টগ্রামে স্বস্তির বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ
আবহাওয়া চট্টগ্রাম সারাদেশ

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ

সারাদেশে হতে পারে ভারী বৃষ্টি

বিএনএ ডেস্ক: প্রচণ্ড গরম, দফায় দফায় বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরে স্বস্তি এনেছে বৃষ্টি। পতেঙ্গা আবহাওয়া অফিস বুধবার (২০ জুলাই) সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৭৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে।

ভারী বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলজট এবং নিচু সড়কগুলোতে পানি জমে গেছে। বৃষ্টির পানির সঙ্গে প্রচুর সিল্ট্রেশনও হয়েছে। দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, কর্মস্থলগামী চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষাকাল এবং মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। নদী ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের কনটেইনার, কার্গো, শিপ হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ