বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদুল আযহার জামাত লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, কাবুলে প্রেসিডেন্টের বাসভবনে ঈদের জামাত স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময়ই রকেট হামলা চালানো হয়।
রকেটগুলো প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই বিস্ফোরিত হয়। নামাজে অংশ নেয়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিও ওই জামাতে অংশ নিয়েছিলেন।
বিস্ফোরণের পরে ঘানি বলেন, শান্তি স্থাপনের প্রতি তালেবানের কোন আগ্রহ নেই।
কাতারে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় খুব বেশি অগ্রগতি আসেনি।
সরকারের একজন মুখপাত্র মিরওয়াইস স্তানিকযাই বলেন, এখনো পর্যন্ত হতাহতের কোন খবর তারা পাননি।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের প্রায় শেষ পর্যায়ে তালেবান দেশ জুড়ে আবারো তাদের আক্রমণাত্মক কার্যক্রম জোরদার করছে।
বিএনএনিউজ/ এইচ.এম।