35 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিএন্এ ঢাকা: সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়েছেনে বাংলাদেশের ক্রিকেটাররা। সেই ধারবাহিকতা ছিল প্রথম দুই ওয়ানডে ম্যাচেও। প্রথম ম্যাচে লিটন দাসের সেঞ্চুরি এবং দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রানের ইনিংসে ২-০সিরিজে এগিয়ে বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচে প্রত্যাশী ফলাফলের পর এবার তৃতীয় ম্যাচেও জয়ে চোখ বাংলাদেশের কোচ রাসেল ডোমিঙ্গোর। এ ম্যাচে জয় তুলে নিয়েই স্বাগতিকদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে চাইছেন তিনি। আর তাই ব্যাট হাতে এবার তামিম-সাকিব-মাহমুদউল্লাহদের জ্বলে উঠতে হবে। আর উদীয়মান ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।

উল্লেখ্য, দুদলের ওয়ানডে পরিসংখ্যানে এগিয় রয়েছে বাংলাদেশ দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুদল মুখোমুখি হয়েছে মোট ৭৮ বার। যেখানে ৫০টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে জিম্বাবুয়ে জিতেছে মাত্র ২৮টি ম্যাচে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটরক্ষক), মারুমানি, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, মাধিভেরে, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ডোনাল্ড তিরিপানো, লুকে জংউই, ব্লিজিং মুজারাবানি, টেন্ডাই সাতারা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ