Bnanews24.com
Home » চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ
সব খবর সারাদেশ

চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ

চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ

বিএনএ ডেস্ক: চাঁদপুরে অর্ধশত গ্রামে মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিগত প্রায় নয় দশক ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এসব গ্রামের একাংশ ঈদ উদযাপন করছেন।

হাজীগঞ্জের সাদ্রা সিনিয়র মাদ্রাসা মাঠ, দক্ষিণ বলাখাল, ওলিপুর, ফরিদগঞ্জের বদরপুর, উভারামপুর, টোরা মুন্সিরহাটসহ আরো কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, ১৯২৮ সাল থেকে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) চন্দ্র মাস ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এ এলাকায় রোজা ও দুটি ঈদ উদযাপন প্রচলন করেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩০টি গ্রামেও আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

বিএনএ/ ওজি