বিএনএ, ঢাকা: টানা ছয় দিন বিরতির পর দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টায় আবার বসছে। গত ৫ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। পরদিন ৬ জুন নতুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করা হয়। সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা গত ১১ জুন থেকে শুরু হয়।
গত বৃহস্পতিবার অধিবেশন শেষে ছয় দিনের জন্য মুলতবি করা হয়। মুলতবি অধিবেশনের মূল কার্যসূচি থাকবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। গত শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।
বিএনএনিউজ/ বিএম/হাসনা