21 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএম ডিপোতে বিস্ফোরণ: চেক পেল ৬৯ পরিবার

বিএম ডিপোতে বিস্ফোরণ: চেক পেল ৬৯ পরিবার

বিএম ডিপোতে বিস্ফোরণ: চেক পেল ৬৯ পরিবার

বিএনএ, চট্টগ্রামঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় হতাহত ৬৯ জনের পরিবারের সদস্যদের মাঝে সহায়তার চেক বিতরণ করেছে বিএম কনটেইনার ডিপো লিমিটেড কর্তৃপক্ষ। সোমবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে হতাহতদের পরিবারের মাঝে চেক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দশটার দিকে এ ঘটনা সম্পর্কে অবহিত হন। খবর পেয়েই তিনি চট্টগ্রামের সকল কর্মকর্তাকে হতাহতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। চিকিৎসা ব্যবস্থাপনায় যাতে কোনও ঘাটতি না হয় সেজন্য নির্দেশনা দেন। এ নির্দেশনা পেয়ে রাতেই সবাই ছুটে এসেছেন। হতাহতদের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর এ আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন।

তিনি বলেন, বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারে যদি কেউ কর্মক্ষম থাকে তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএম ডিপো কর্তৃপক্ষ। তাদের পরিবারের কর্মক্ষম কেউ না থাকলে তাদের ভরণ-পোষণের ব্যবস্থা করবেন যাতে তারা চলতে পারে। এছাড়া যারা আহত হয়ে কর্মক্ষম হয়েছেন তাদের পরিবারের কাউকে চাকরির ব্যবস্থা করবেন।

বিএম ডিপো কর্তৃপক্ষ জানায়, বিএম ডিপোতে মারা যাওয়াদের মধ্যে থেকে আজকে ২৬ জনের পরিবারকে চেক দেওয়া হয়েছে। এরমধ্যে ফায়ার সার্ভিসের নিখোঁজ ৩ জনসহ ১৩ পরিবারকে ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। আর নিহত অন্য ১৩ পরিবারকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এছাড়া আহত ৪৩ জনের পরিবারকে আহতের মাত্রা অনুযায়ী ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

এ সময় বক্তব্য দেন বিএম কনটেইনার ডিপোর পরিচালক আজিজুর রহমান ও শফিকুর রহমান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কবির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ