চট্টগ্রাম শহরের চকবাজার সংলগ্ন কাতালগঞ্জ আবাসিক এলাকা ১ নং সড়ক খানবাড়ীতে বাসাবাড়িতে নৌকায় করে যাতায়াত। ছবিটি সোমবার দুপুরে তোলা ছবি। -বিএনএ
চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে মানুষের চরম দুর্ভোগ
টানা বৃষ্টির পানিতে চট্টগ্রাম শহরের অধিকাংশ এলাকার অবস্থা ভয়াবহ। পানি বাড়ছে চারদিকে। পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে।বাকলিয়া, আগ্রাবাদ সিডিএ, চাক্তাই, ষোলকবহরের নিচতলার বাসা বাড়িতে পানি ঢুকে পড়ায় অধিকাংশ বাসায় রান্নাও বন্ধ রয়েছে। দোকান থেকে খাবার কিনে খেতে হচ্ছে।
আবহাওয়া অফিস সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
বিএনএ.জিএন