29 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » মুহুরী নদীর ভাঙনে প্লাবিত হচ্ছে জনপদ

মুহুরী নদীর ভাঙনে প্লাবিত হচ্ছে জনপদ

মুহুরী নদীর ভাঙনে প্লাবিত হচ্ছে জনপদ

বিএনএ,ফেনীঃঅতিবর্ষণ ও উজানের ঢলের পানিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার তিনটি নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানি বেশীরভাগ পয়েন্টে বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার বিশাল এলাকা প্লাবিত হবার শংকা ক্রমশ প্রবল হচ্ছে। ডুবতে বসেছে ফেনীর উত্তরাঞ্চল।

ফুলগাজী সদরের উত্তর দৌলতপুরে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হচ্ছে বসতবাড়ি, ফসলের জমি ও মাছের ঘের, ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ।ফলে কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মানুষের দূর্ভোগ সৃষ্টি হয়েছে। সকালে ফুলগাজী বাজারে পানি উঠে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের নেপাল সাহা জানান, সর্বশেষ হিসেবে মুহুরী নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপৎ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকটি স্থানে বিপৎ সীমা অতিক্রম না করলেও তা ছুঁই ছুঁই করছে।

স্হানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও একাধিক স্থানে ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে পুকুরের মাছ, মাছের ঘের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হলে আমনের বীজতলা নিয়েও কৃষকের দুঃশ্চিন্তা ক্রমশ বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের মতে, মুহুরী নদীর পানি আগের দিনের চেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার সকাল আটটায় মুহুরী নদীর পানি ছিল ১২.৬৫ মিটার। সকাল ১০টায় ১২.৭৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ড আরো জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার দশমিক ২০ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ক্রমেই মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর পানি হু হু করে বেড়ে যাচ্ছে ।একাধিক স্থানে বিপৎ সীমার উপরে প্রবাহিত হচ্ছে।

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ