বিএনএ, মুন্সীগঞ্জ : বন্ধ হওয়ার আট ঘন্টা পর আবার স্বাভাবিক হলো দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌরুটে আট ঘণ্টা পর ফেরি চলাচল। সোমবার (২০ জুন) ভোর ছয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে রোববার রাত পৌনে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি (বাংলাদেশ নৌপরিবহন সংস্থা)। টানা ৮ ঘণ্টা পর স্রোতের তীব্রতা কমলে সোমবার সকাল ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
এদিকে, রাতে ফেরি বন্ধ রাখায় ঘাটে আটকা পড়ে শতাধিক ছোট-বড় যানবাহন। বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে হয় ফেরি জন্য।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত পৌনে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সকাল ৬টা থেকে ফেরি কুঞ্জলতা, রোকেয়া, কুমিল্লা, ফরিদপুর ও সুফিয়া কামাল দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।