29 C
আবহাওয়া
৭:৫৯ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও মৃত্যু কমেছে

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ, বিশ্বডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বে আরও ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৯৬৫ জন।

সোমবার (২০ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল (রবিবার) ৭০৬ জনের মৃত্যু এবং ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার ৩৭০ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ৬৬৮ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৭২ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৬৩৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ৯৫ হাজার ৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ২২১ জনের।

এছাড়া রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৯১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২৮ জন এবং মারা গেছেন ৩০ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৪২ জন এবং মারা গেছেন ৩৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ১৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ২০ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৪২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ২৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ