15 C
আবহাওয়া
১০:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » বংশালে নির্মাণাধীন ভবনে কিশোর খুন

বংশালে নির্মাণাধীন ভবনে কিশোর খুন


বিএনএ, ঢামেক হাসপাতাল প্রতিনিধি: রাজধানীর বংশালের আগামাছি লেনে একটি নির্মাণাধীন ভবন থেকে ইমন (১৩) নামের এক কিশোরের হাত-পা ও গলায় রশি প্যাচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২০জুন) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা বাবুল হোসেন জানান, লোকজনের মাধ্যমে জানতে পারি আমার ছেলে ইমনকে আগামাসিলেনের একটি নির্মাণাধীন ভবনের ভেতর থেকে হাত-পা ও গলায় রশি প্যাচানো অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে সনাসক্ত করি। কে বা কারা ইমনকে হত্যা করেছে তা এখন আমি বলতে পারছিনা।

বাবুল হোসেন বলেন,  ৫৯/১ নম্বর আগামাসি লেনের ৩য় তলায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। তার স্থায়ী বাড়ি লক্ষীপুরে চন্দ্রগন্জ উপজেলার মান্দারী গ্রাম। ইমন সকাল থেকে নিখোঁজ ছিল।

পুলিশ জানায়, ইমনের মরদেহ ঘটনাস্থলে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং ইমনকে কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএ নিউজ২৪, আহা, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ