15 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » স্পেনকে রুখে দিলো পোল্যান্ড

স্পেনকে রুখে দিলো পোল্যান্ড

স্পেনকে রুখে দিলো পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারলো না স্পেন। প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পোল্যান্ডের সঙ্গেও করেছে ১-১ গোলে ড্র। যদিও এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল লুইস এনরিকের শিষ্যদের সামনে। কিন্তু সেগুলো হেলায় মিস করেছেন তারা। এই ড্রয়ে ২ ম্যাচ থেকে স্পেনের সংগ্রহ ২ পয়েন্ট। তারা আছে ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। নকআউট পর্বে যেতে হলে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

শনিবার রাতে ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় ডান দিক দিয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েন জেরার্ড মরেনো। এরপর বল বাড়িয়ে দেন গোলপোস্টের সামনে থাকা আলভারো মোরাতাকে। আনমার্ক মোরাতা বল পেয়েই আলতো টোকায় জালে জড়ান।

বিরতির পর ৫৪ মিনিটে সমতা ফেরায় পোল্যান্ড। এ সময় কামিল জজউইয়াকের ক্রসে বক্সের মধ্যে লাফিয়ে উঠে মাথা লাগিয়ে বল জাল পাঠান অধিনায়ক রবার্ত লেভানডোফস্কি। তাতে ফেরে সমতা।

অবশ্য এই গোলের ৪ মিনিট পরেই এগিয়ে যাওয়া সুবর্ণ সুযোগ পায় স্পেন। ৫৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে মরেনোকে ফাউল করেন পোল্যান্ডের জ্যাকুব মোডের। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৫৮ মিনিটের সময় পেনাল্টি কিক নেন মরেনো। তার নেওয়া কিক বাম পাশের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। ফিরে আসা বলে মোরাতা কিক নিলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

এই মিসের আপসোসের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন। শেষ ম্যাচে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্লোভাকিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিন সুইডেনের মুখোমুখি হবে পোল্যান্ড।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ