20 C
আবহাওয়া
৭:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারা উপজেলা নির্বাচন: ওসি সোহেলের বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর

আনোয়ারা উপজেলা নির্বাচন: ওসি সোহেলের বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যান প্রার্থীর


বিএনএ, চট্টগ্রাম : আনোয়ারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হকের সমর্থকদের বাসাবাড়িতে রেইড দিয়ে ভয়ভীতি সৃষ্টি করাসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ উঠেছে আনোয়ারা থানার ওসি সোহেল মাহমুদের বিরুদ্ধে। সম্প্রতি এ বিষয়ে আইজিপি, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ করেছেন কাজী মোজাম্মেল হক।
গত ১৫ মে স্বাক্ষরিত এক অভিযোগে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের প্রশ্রয় দিচ্ছেন ওসি সোহেল। ওসি ও সাবেক ভূমিমন্ত্রীর পিএস রিদুয়ানুল করিম চৌধুরী একটি চক্র গড়ে তুলেছেন। যেখানে প্রতি মাসে তারা লাখ লাখ টাকা ইনকাম করেন। এবার নির্বাচনেও তারা নানা ছক আঁকছেন। এরই ধারাবাহিকতায় গভীর রাতে মোজাম্মেল হকের সমর্থকদের বাড়ি বাড়ি রেইড দিচ্ছে পুলিশ। নির্বাচনী কাজ থেকে বিরত না থাকলে ইয়াবার মামলায় জড়ানোর ভয় দেখানো হচ্ছে। সুষ্ঠু নিবাচনের স্বার্থে ওসি সোহেলের প্রত্যাহারের দাবি জানান চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক।

উল্লেখ্য, তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই এলাকার পরিস্থিতি সহিংস হয়ে উঠছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানকে ঘিরে দুই ধারায় বিভক্ত আনোয়ারার রাজনীতি। ভোটের মাঠে ওয়াসিকা অনুসারী হিসেবে পরিচিত চেয়ারম্যান প্রার্থী কাজী মোজ্জামেল হক। ##

বিএনএনিউজ২৪ডটকম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ