23 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » রাস্তার পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

রাস্তার পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

মরদেহ

বিএনএ, বগুড়া: বগুড়ার শিবগঞ্জে রাস্তার পাশ থেকে সাইদুল ইসলাম (২৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের বেলাই মোলামগাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইদুল শিবগঞ্জ উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের শাহাদত হোসেন সাধোর ছেলে।

সাইদুলের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার সকাল ৯টায় গ্রিলের কাজ করার উদ্দেশে পাশ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাট এলাকায় যায়। কিন্তু কাজ শেষে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেননি। স্বামীর মোবাইলে একাধিক বার কল দিয়ে সেটি বন্ধ পাওয়া যায়। শনিবার সাড়ে ৬টার দিকে এলাকায় খবর পেয়ে জানতে পারি স্বামীকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে রেখে গেছে।

পুলিশ জানায়, বেলাই গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের মরদেহ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে মরদেহ মর্গে পাঠানো হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ