বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবউল্লাহপাড়া গ্রামে ঘরে ঢুকে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার (১৯ এপ্রিল ) দিবাগত রাতে ভান্ডারী কলোনির একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) স্থানীয় আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন ইউএইতে প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরে ঢুকে কয়েকজন সন্ত্রাসী মানিককে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। তার মৃত্যু নিশ্চিত করার পর তারা অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে তৎক্ষণাৎ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, নিহত যুবদলকর্মীর মাথা, উরু ও পায়ে গুলি করা হয়। তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা দোষীদের শনাক্তে কাজ করছি।
বিএনএনিউজ/ নাবিদ,ওজি