বিএনএ, ঢাকা: পাবনা শহরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সুকুমার দাস (৬০)। পাবনার ঈশ্বরদীতে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ।
শনিবার দুপুরে পাবনা শহরের রুপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় তিনি হিট স্ট্রোক করেন। তিনি পাবনা শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা।
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, সুকুমার দাস নামের ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, কয়েক দিন ধরেই পাবনায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজকে রেকর্ড করা হয়েছে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।
বিএনএ/ ওজি/এইচমুন্নী