17 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল শিশুর


বিএনএ, ডেস্ক : চট্টগ্রামে লরির ধাক্কায় তাছলিমা হাসান তায়েবা নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর সোয়া বারটার দিকে নগরীর  পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় বাইতুন নূর জামে মসজিদের বিপরীত রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তাছলিমা  ইপিজেড থানার কাজীর গলি এলাকার মো. হাসানের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠগড় বাইতুন নূর জামে মসজিদের বিপরীতে রাস্তায় রিক্সা করে হাসান ও তার স্ত্রী তাছলিমা আক্তার তাদের দেড় বছরের কন্যা শিশুকে নিয়ে যাচ্ছিলেন।এ সময় বেপরোয়া গতিতে আসা একটি লরি রিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু তায়েবা মাথায় গুরুতর আঘাত পায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তায়েবাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ