29 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বিজেপি ভোট লুটের চেষ্টা করছে: মমতা

বিজেপি ভোট লুটের চেষ্টা করছে: মমতা

মমতা

বিশ্ব ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ভোট লুটের চেষ্টা করছে করছে। শুক্রবার (১৯ এপ্রিল) মুর্শিদাবাদের এক জনসভা থেকে তিনি এমন অভিযোগ করেন।

গতকাল ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হয়। এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরে পাহারার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ।

এমন ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি। আমি ওদের বিরুদ্ধে নই। কিন্তু বিজেপি ওদের পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করছে।

আমার প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে কেন? কেন সেখানে রাজ্য পুলিশ বা নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে না। তা হলে কী করে আমরা পক্ষপাতহীন ভোট হচ্ছে বলে বিশ্বাস করব?’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি। যদি ভোট লুট হয়, শেষ পর্যন্ত লড়ে যাব।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ