19 C
আবহাওয়া
২:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে ভ্যানগাড়ি, সেলাই মেশিন বিতরণ করলেন শিল্পপতি মিজানুর রহমান

ফেনীতে ভ্যানগাড়ি, সেলাই মেশিন বিতরণ করলেন শিল্পপতি মিজানুর রহমান


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া হত দরিদ্র ও অসহায়দের মাঝে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করেছেন ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য, শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।  বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদরাসা প্রাঙ্গনে তার বাবা সুলতান আহম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পপতি মিজানুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে গরীব ও অসহায় মানুষদের স্বাবলম্বী করার প্রয়াসে এমন উদ্যোগ গ্রহণ করেছি৷

স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমির সভাপতিত্বে ও সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনীর প্রবীণ সাংবাদিক ডিবিসি টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আবু তাহের ভুঞাঁ, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মহামায়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশাহ ও মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। এসময় অসহায়দের মাঝে ৭ ভ্যান গাড়ী, ৭টি সেলাই মেশিন, ১ টি হুইলচেয়ার, ঈদ উপহার সামগ্রী শাড়ী, লুঙ্গি ও মেক্সি বিতরণ করা হয়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ