বিএনএ, ফেনী: ফেনী জেলা ছাত্র ফোরাম জামেয়া চট্টগ্রাম এর উদ্যোগে সম্প্রীতির বন্ধন ঈমান আক্বিদা বাঁচাতে জামেয়ায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) ছাগলনাইয়ার রৌশন ফকির দরগাহ মাদ্রাসা মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ফেনী জেলা ছাত্র ফোরাম জামেয়ার সভাপতি মনজুরুল মাওলা সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র ফোরাম জামেয়ার প্রধান উপদেষ্টা, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জামেয়ার ছাত্র ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হুসাইন আল আজহারী সাহেব,অধ্যক্ষ নুরুন্নবী রহমানী, মুফতি হুমায়ুন কবির নোমানী, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, মাওলানা আলমগীর ফরায়জী, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা জামাল উদ্দিন চিশতি ও মাওলানা আলা উদ্দিন মিয়াজি প্রমুখ।
বিএনএ/ ওজি