17 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি

রাজধানীতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি

ঝড়

বিএনএ ডেস্ক: রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকালে দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়।

সকাল সাড়ে ৬টার দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর প্রথমে ঝড়ো হাওয়া, পরে কালবৈশাখী ঝড় শুরু হয়। রাজধানীর বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। হঠাৎ ঝড়বৃষ্টিতে অফিসগামী লোকজন ও কর্মজীবীদের বেশ ভোগান্তিতে পড়তে হয়।

সকাল সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিলো।এছাড়া দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ