লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে কঠোর অবস্হানে রয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় স্বাস্হ্যবিধি অমান্য করে দোকানপাট খোলা রাখা এবং মাস্ক না পরার কারণে ৩৩জনকে মোট ২৭ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়।
২০ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশন এবং পদুয়া তেওয়ারী হাট বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী। অভিযানকালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই মামোনুর রশিদ , উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।
বিএনএনিউজ/রায়হান সিকদার,এসজিএন