23 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফরিদা পারভীন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফরিদা পারভীন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ফরিদা পারভীন

বিএনএ, ঢাকা:  প্রখ্যাত দর্শকপ্রিয় লালন গীতিশিল্পী ফরিদা পারভীন করোনায় আক্রান্ত। গত ৭ এপ্রিল তার করোনা নমুনা জমা দেওয়া হয়। ৮ এপ্রিল তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। তারপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১২ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিক‌্যাল কলেজে ভর্তি করা হয় এই শিল্পীকে। তার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ সংক্রমিত হয়েছিল। নয়দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন প্রখ‌্যাত লালনশিল্পী ফরিদা পারভীন।

মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে বাসায় ফিরেছেন তিনি। এ তথ‌্য নিশ্চিত করে ফরিদা পারভীনের জামাতা সাজ্জাদুর রহমান জানান, বর্তমানে এই শিল্পীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিডনির সমস্যাও এখন অনেকটা নিয়ন্ত্রণে। তাই আর হাসপাতালে রাখতে চাননি বলে জানান তিনি। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক অর্জন করেন।

এছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই শিল্পী।

বিএনএনিউজ/   আর আর খান,  এসজিএন

Loading


শিরোনাম বিএনএ