34 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা রোগে ৮ জনের প্রাণহানি, আক্রান্ত আরও ৩৪৭  

চট্টগ্রামে করোনা রোগে ৮ জনের প্রাণহানি, আক্রান্ত আরও ৩৪৭  

বিশ্বে করোনায় প্রাণ গেল ৩৩ লাখেরও বেশি মানুষের

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় ১ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনা রোগে আক্রান্ত হয়েছে ৩৪৭ জন। আক্রান্তদের মধ্যে নগরের ২৬৩ জন এবং উপজেলার ৮৪ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৫৭৪ জন। একই সময় চট্টগ্রামে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। যার মধ্যে নগরের ৭ জন এবং উপজেলার ১ জন। মঙ্গলবার ( ২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় ৫৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২৩টি নমুনা পরীক্ষায় ৬১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় ৫০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৭১টি নমুনা পরীক্ষায় ২৩ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬৬টি নমুনা পরীক্ষায় ৩২ জন, বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৬৭টি নমুনা পরীক্ষায় ৬৬ জন, আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ২৬ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫০টি নমুনা পরীক্ষায় ৩১ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত চব্বিশ ঘণ্টায় ৯টি ল্যাবে ১ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ৩৪৭ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৪৭ হাজার ৫৭৪ জন। এদের মধ্যে নগরের ৩৮ হাজার ১৮৮ জন এবং উপজেলার ৯ হাজার ৩৮৬ জন। একই সময় করোনা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮ জন। চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৪৭২ জন। যাদের নগরের ৩৫০ জন এবং উপজেলার ১২২ জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ