25 C
আবহাওয়া
১:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নারীসহ চার ইয়াবা কারবারি আটক

চট্টগ্রামে নারীসহ চার ইয়াবা কারবারি আটক

চট্টগ্রামে নারীসহ চার ইয়াবা কারবারি আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে সাড়ে ৯ হাজার ইয়াবা বহন করার দায়ে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মার্চ) কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- খালেদা বেগম (৩২), মো. মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মো. সফিকুল ইসলাম (৩৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাড়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ