25 C
আবহাওয়া
২:০৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৫০

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৫০

গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা

বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ  গাজার আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং আরও অনেককে আটক করা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল বুধবার জানিয়েছে, গাজা উপত্যকার শিফা হাসপাতালে ইসরাইলি সেনাদের অভিযানে হামাসের ৫০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। মঙ্গলবার (১৯ মার্চ) এমন দাবি করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

মধ্যস্থতাকারী কাতার বলেছে যে গাজায় একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পরে তারা “সতর্কতার সাথে আশাবাদী”।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাফাতে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের নিন্দা করেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্তর গাজায় দুর্ভিক্ষ প্রতিরোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, এটি একটি বিপর্যয় যা তিনি “সম্পূর্ণ” মানবসৃষ্ট বলে বর্ণনা করেছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১,৮১৯ ফিলিস্তিনি নিহত এবং ৭৩ হাজার ৯৩৪ জন আহত হয়েছে৷ ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা ১১৩৯ জন।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ