21 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিলেট স্টেডিয়াম থেকে সাকিব আটক

সিলেট স্টেডিয়াম থেকে সাকিব আটক


বিএনএ, সিলেট: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক দর্শকের প্রবেশ নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় সাকিব নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২০মার্চ) বিকাল ৫ টার দিকে স্টেডিয়ামের ৩ নাম্বার গেইটে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৩ নম্বর গেটে টিকিট চেকিংয়ে সহায়ক হিসেবে কাজ করছিলেন সাকিব। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ২য় ম্যাচ চলাকালে বিনা টিকিটে মাঠে দর্শক প্রবেশ করানোর অভিযোগে পুলিশের সদস্যরা তাকে বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেটি গড়ায় হাতাহাতিতেও। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য সিলেটের বিমানবন্দর থানায় নিয়ে যায় পুলিশ।

‘আমি এখনও ঘটনার বিস্তারিত জানি না। শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ’

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু।  তিনি জানান, শুনেছি কোনো একটা সমস্যা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখার জন্য তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ