Bnanews24.com
এক নজরে সব খবর

দেশের উন্নয়ন যারা মানতে পারে না, তারা পাকিস্তানের অনুসারী- হানিফ

মাহবুব উল আলম হানিফ

বিএনএ, ঢাকা :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এখনো যারা এদেশের উন্নয়ন মানতে পারে না, তারা পাকিস্তানের অনুসারী। বিএনপির নেতাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

শনিবার (২০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

এ ছাড়া নেতিবাচক রাজনীতি করায়, গণতন্ত্রের কথা বলার আগে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেন, জিল্লুর রহমান ছিলেন আওয়ামী লীগের এক অকুতোভয় সৈনিক। জিল্লুর রহমান তার কর্তব্য একনিষ্ঠভাবে পালন করেছেন।

বিএনএ/ওজি