26 C
আবহাওয়া
৪:৩৯ পূর্বাহ্ণ - মে ২৩, ২০২৫
Bnanews24.com
Home » হাজী হাকিম আলী খালেকিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

হাজী হাকিম আলী খালেকিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

হাজী হাকিম আলী খালেকিয়া দাখিল মাদ্রাসা

দোহাজারী( চট্টগ্রাম): চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি হাজী হাকিম আলী খালেকিয়া দাখিল মাদ্রাসা,এতিমখানা ও দারুল ইহসান হেফজখানার বার্ষিক সভা মিলাদ ও সীরতুন্নবী (স:) মাহফিল মাদ্রাসার প্রতিষ্টাতা আলহাজ মাওলানা মুহাম্মদ আবদুল হাফিজের সভাপতিত্বে সম্প্রতি মাদ্রাসা ময়দানে অনুষ্টিত হয়।

ইন্জিনিয়ার রবিউল ইসলাম ছিদ্দিকী ও নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন, খুটাখালী দরবারের পীর শাহজাদা মাও: হাফেজ নুর হোছাইন।

বিশেষ মেহমান ছিলেন, সুপ্রিম কোট বার মসজিদের মুফাছ্ছির পীরজাদা খন্দকার শহিদুল হক,এ,কে,এম,নজরুল ইসলাম,তকরির করেন,কারী আবদুল মুত্তালিব আল-হোসাইনী,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুরশিদ কাদেরী,অধ্যাপক আমিরুল ইসলাম, মাও: জসিম উদ্দিন ছিদ্দিকী,হেফজশেষে এক শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে মুনাজাত পরিচালনা করেন দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা মাওলানা মুহাম্মদ মুজহেরুল কাদের। মাহফিলে প্রবীণ আলেম মুস্তফিজুর রহমান, মাওলানা ইদ্রিছ বেলালী, মাও: ওমর ফারুক, মাও: জিয়াউর রহমান, মাও: মিজানুর রহমান, মফিজ, উপস্থিত ছিলেন। বক্তারা বলেন আল-কুরান ও আল হাদিসের অনুসরণ না থাকায় সমাজে আজ এত বিশৃংখলা।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ